Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

নড়াইল বিদ্যুৎ সরবরাহ চিত্রা নদী থেকে অনতি দূরে মহিষ খোলা এলাকায় অবস্থিত।নড়াইল বিদ্যুৎ সরবরাহ ১০শে জানুয়ারী ১৯৬৯ ইং সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যুৎ সরবরাহ বর্তমানে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান), দ্বারা পরিচালিত বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠান। সরকারের বিদ্যুৎ খাত সংস্কার প্রক্রিয়ায় খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এলাকা অধিগ্রহণ পূর্বক গত ১লা অক্টোবর ২০০৩ ইং থেকে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকোলিঃ) এর কার্যক্রম শুরূ হয়েছে।

এক নজরে নড়াইল বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকোলিঃ, নড়াইল 

(ক) ভৌগলিক এলাকা ও ভৌগলিক আয়তনঃ
 

ভৌগলিক এলাকা)- মহিষ খোলা, ভাটিয়া, গারোচড়া, গোচর, রুপগঞ্জ,ভাদুলী ডাঙ্গা, উজিরপুর,বিজয়পুর, ধোপাখোলা, বউবাজার,পুলিশ লাইন, মুলিয়া,নতুন টার্মি
নাল, সকল পৌর এলাকা।

ভৌগলিক আয়তন)-  প্রায় ৩৫ বর্গ কিলোমিটার।

 

(খ) লাইনের দৈর্ঘ্যঃ

ক্রমিক নং লাইনের ধরণ পরিমান (কিমিঃ)
০১ ৩৩ কেভি নওয়াপাড়া-নড়াইল ৪০ কিঃ মিঃ,যশোর-নড়াইল ৩৮ কিঃ মিঃ, নড়াইল ১-৬ কিঃ মিঃ, নড়াইল ২- ৯ কিঃ মিঃ
০২ ১১ কেভি ৫২ কিঃ মিঃ
০৩ ১১/০.৪ কেভি ৪০কিঃ মিঃ
০৪ ০.৪ কেভি ৫৫ কিঃ মিঃ


(গ) ১১ কেভি ফিডারের সংখ্যাঃ- ০৫ টি

বিভাগের আওতাধীন ফিডারসমূহঃ

ক্রমিক নং ফিডারের  নাম ফিডারের ফিডারের দৈর্ঘ্য( কিঃ মিঃ)
০১ শহর
০২ ঘোড়াখালি ১৬
০৩ হাটবাড়ীয়া ২১
০৪ সার্কিট হাউজ
 05 সুলতান বাজার ১৬


(ঘ) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সংখ্যাঃ ০১(এক) টি।

(ঙ) চাহিদাক্রিত লোডের পরিমাণঃ

 (গ্রীষ্মকালী লোডঃ ৯.০০মেঃওঃ।

(শীতকালীন লোডঃ ৫.৫ মেঃ ওঃ।

(চ) উপকেন্দ্রের ক্ষমতা ঃ  (১০/১০.৩৩*২ ) এমভিএ।

 

 

(চ) জনবলের পরিমাণঃ

ক্রমিক নং জনবলের ধরণ সংখ্যা (জন)
০১ সেট আপ অনুযায়ী ৫৩
০২ কর্মরত ২১
০৩ ক্যাজুয়াল ০২


(ছ) গ্রাহক সংখ্যাঃ ২০২৫০ জন।

 

 

জরুরি হটলাইন নম্বর